বিহারে বিধানসভা ভোটকে ঘিরে প্রচার তুঙ্গে। ৩০ অক্টোবর হবে প্রথম দফার ভোট। তার আগে সরকার ও বিরোধী পক্ষ ভোট প্রচারে নেমে শুরু করে দিয়েছে বাগযুদ্ধ। উভয় দলের তরফেই প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চলছে।
বর্তমান মুখ্যমন্ত্রী ও বিজেপি-জেডিইউ নেতা নীতিশ কুমার তার প্রতিদ্বন্দ্বী আরজেডি-কংগ্রেস জোটের তেজস্বী যাদবের বাবার ‘৮-৯ সন্তান’ নিয়ে কটাক্ষ করেন। পাল্টা জবাবে তেজস্বী টানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির '৬-৭ ভাইবোন' প্রসঙ্গ।
বিজেপি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমার সোমবার হাজিপুরে নির্বাচনি জনসভায় বলেন, ‘যারা ৮-৯ সন্তানের জন্ম দেয় তারা জনগণের মঙ্গল করতে পারে না। নারীদের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।’
তেজস্বী যাদবের বাবা বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। মা রাবড়িদেবীও মুখ্যমন্ত্রী ছিলেন। তাদের মোট সন্তান সংখ্যা ৯। এই নিয়েই কটাক্ষ।
মঙ্গলবার নীতিশের কটাক্ষের জবাব দিলেন তেজস্বী। তার আক্রমণের লক্ষ্য খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মোদিজিরাও তো ৬-৭ ভাইবোন। নীতীশজি তো মোদিজিকেই কটাক্ষ করেছেন।’
এ ব্যাপারে মুখ খুলেছেন কংগ্রেসের তদারকি সভানেত্রী সোনিয়া গান্ধিও। বিজেপি জোটকে আক্রমণ করে তিনি বলেন, ‘এরা ভালো কিছু করতে পারে না। বলতেও পারে না।’
তেজস্বী শিবিরের দাবি, প্রতিটি সভাতেই উপচে পড়া ভিড় হচ্ছে তাদের। এটা দেখেই হতাশা বাড়ছে বিরোধীদের।
অন্যদিকে, বিজেপি শিবিরও জেতার বিষয়ে আশাবাদী। তাদের দাবি, উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন বিজেপি-জেডিইউ জোটকে।
বিহারের ২৪৩টি আসনের বিধানসভার নির্বাচনে ভোট নেওয়া হবে ৩০ অক্টোবর এবং ৩ ও ৭ নভেম্বর। ভোট গণনা হবে ১০ নভেম্বর। প্রাথমিকভাবে বিজেপি জোট প্রাক-নির্বাচনি সমীক্ষায় এগিয়ে থাকলেও বিশ্লেষকদের মতে, এখন লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।